Powered By Blogger

Sunday 12 April 2020

Applaunch


Applaunch is a multicultural and diverse Software Development Company that was founded by André Hoffendahl and Deepak Malhan. We started as a software company with 28 permanent employees, which has been implementing inexpensive and smart software projects for start-ups and companies since 2013 or supports existing projects with our developers. We have headquarters in Munich, Germany and Bangalore, India.

At this moment, Applaunch is a fully-fledged App agency with UI / UX designers, project managers, internal quality assurance and a team of experienced developers with expertise in iOS, Android, web and hybrid development technologies. We are an experienced App development team. Transparent way of working and understandable offers make us really special to new startups and big companies. Active project management with suggestions for optimization and innovation.

Applaunch has become a leading app development company in Germany. Has completed 160+ projects and many projects are running. We believe in quality over quantity.

Green world Blogger

Green World Blogger

If we want to make our world sustainable for the future, we have to try to make it green. Have to produce renewable energy, have to recycle plastic and have to create a green economy.

Saturday 16 May 2015

The situation of human life

Alone in the whole World
মানুষ এই পৃথিবীতে একা আসে । আবার তাকে একাই চলে যেতে হয় । পড়ে থাকে শুধু তার কর্মফল । এই কর্মজীবী মানুষ জীবনের কখন কখন একা অনুভব করে । তার চারপাশে যদিও অনেক মানুষের ভিড় । এই নিঃসঙ্গতা মানুষকে অনেক কিছু শিখায় । নিঃসঙ্গতা মানব জীবনে অনেক জরুরী ।

এখন যদি আমি নিজের কথা বলি । আমি যখন খুলনায় আসি , তখন আমি নতুন জীবন শুরু করি । এমন একটি শহর , যেখানে আমি কাউকেই ঠিক মত চিনি না । এখানে খুলনা বলতে কুয়েট বুঝাতে চেয়েছি । এই বিশ্ববিদ্যালয় এর অধিকাংশ মানুষ অনেক বেশী হতাশ । যদিও সে হতাশার অনেক কারণ আছে । কেউ হতাশ কারণ তার গার্ল-ফ্রেন্ড নেই , আবার কেউ হতাশ কারণ সে টাকা রোজগার করতে পারছে না । আবার এমন অনেকে আছে যার কিছুই ভাল লাগে না । খুলানায় এসে আমিও এমনি হতাশার মধ্যে পড়ি । সবসময় মনে হয় , আমি নিঃস্ব আমি একা । একা বলতে কি আমি অনেক মানুষের মাঝে আছি , তবুও কেন জানি নিজেকে একা মনে হয় ।

আমি হরফ করে বলতে পারি , এই একাকীত্ব অনেক বেশী কষ্টের । আমি আমার নিজেকে প্রশ্ন করি ,"আমি কেন হতাশ ?" । আমি আমার নিজের প্রশ্নের উত্তর নিজে কেমন করে দেব , আমি সত্যই জানি না । তারপর নিজেকে বুঝাই , "আমি হতাশ কারণ বাড়ী থেকে অনেক দূরে আছি তো " । আবার পরক্ষণে নিজের মাঝে প্রশ্ন জাগে ।


আমাদের ছায়া আমাদের কখনো পিছু ছাড়ে না । এই হতাশা কি কখনো আমার পিছু ছাড়বে না ..............