Powered By Blogger

Saturday 16 May 2015

The situation of human life

Alone in the whole World
মানুষ এই পৃথিবীতে একা আসে । আবার তাকে একাই চলে যেতে হয় । পড়ে থাকে শুধু তার কর্মফল । এই কর্মজীবী মানুষ জীবনের কখন কখন একা অনুভব করে । তার চারপাশে যদিও অনেক মানুষের ভিড় । এই নিঃসঙ্গতা মানুষকে অনেক কিছু শিখায় । নিঃসঙ্গতা মানব জীবনে অনেক জরুরী ।

এখন যদি আমি নিজের কথা বলি । আমি যখন খুলনায় আসি , তখন আমি নতুন জীবন শুরু করি । এমন একটি শহর , যেখানে আমি কাউকেই ঠিক মত চিনি না । এখানে খুলনা বলতে কুয়েট বুঝাতে চেয়েছি । এই বিশ্ববিদ্যালয় এর অধিকাংশ মানুষ অনেক বেশী হতাশ । যদিও সে হতাশার অনেক কারণ আছে । কেউ হতাশ কারণ তার গার্ল-ফ্রেন্ড নেই , আবার কেউ হতাশ কারণ সে টাকা রোজগার করতে পারছে না । আবার এমন অনেকে আছে যার কিছুই ভাল লাগে না । খুলানায় এসে আমিও এমনি হতাশার মধ্যে পড়ি । সবসময় মনে হয় , আমি নিঃস্ব আমি একা । একা বলতে কি আমি অনেক মানুষের মাঝে আছি , তবুও কেন জানি নিজেকে একা মনে হয় ।

আমি হরফ করে বলতে পারি , এই একাকীত্ব অনেক বেশী কষ্টের । আমি আমার নিজেকে প্রশ্ন করি ,"আমি কেন হতাশ ?" । আমি আমার নিজের প্রশ্নের উত্তর নিজে কেমন করে দেব , আমি সত্যই জানি না । তারপর নিজেকে বুঝাই , "আমি হতাশ কারণ বাড়ী থেকে অনেক দূরে আছি তো " । আবার পরক্ষণে নিজের মাঝে প্রশ্ন জাগে ।


আমাদের ছায়া আমাদের কখনো পিছু ছাড়ে না । এই হতাশা কি কখনো আমার পিছু ছাড়বে না ..............